মানুষ নাকি মুক্তি খোঁজে।আর বিতার্কিকরা সেই আকাঙখিত বস্তুটিই খোঁজে এক অন্য উপায়ে।
যুক্তিতেই যখন মেলে মুক্তি,তখন যুক্তির নিনাদেই বেজে ওঠে সাফল্যের সুর।
সেই সুরেই সামিল হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সকল বিতার্কিকরা একত্রিত হয়েছিল।
অত্র কলেজ প্রাঙ্গনেই অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক বিতর্ক প্রতিযোগীতা।টিইসিএন ডিবেটিং সোসাইটি আয়োজিত এই প্রতিযোগীতায় অংশ নেয় ক্যাম্পাসের ৬টি দল।
তারা হল Team Agree to disagree,Team Benjamin,অভ্রভেদী,Team Impact Creator,Team Logic Crackers,The Classical MDR.
গত ২০শে জানুয়ারি,শুক্রবার অনুষ্টিত হয় নক আউট পর্ব।যাতে নির্বাচিত ৪টি দল মুখোমুখি হয় সেমিফাইনালে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে টিম অভ্রভেদী ও Agree to disagree পেয়ে যায় কাঙখিত ফাইনালের টিকিট।
আগামী ২৫শে জানুয়ারি ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ডিবেট।
এবার তবে দেখার পালা,কার হাতে ওঠে যুক্তির বিজয় শিরোপা!