Online Course
Trending

Texbot Competition Season -2(closed)

আসসালামু আলাইকুম।

টেক্সটাইল কলেজগুলোর ভিতর বিগত ৩বছর ধরে আপনাদের পড়াশুনার হেল্পলাইন হিসেবে সবার পরিচিত “TECN Texbot ” ৩য় বছরে পা দিতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার TexBot ২য় বারের মতো আয়োজন করতে যাচ্ছে Texbot Competition Season 2.

এইবার থাকছে ৩টা সেগমেন্ট।

১।কুইজ

২।কনটেন্ট রাইটিং

৩।ডিজাইন

কনটেস্ট শুরুর তারিখ ০৫/০৭/২৩

কনটেস্ট শেষ হবে ০৫/০৮/২৩

বিস্তারিত :

১।কুইজ: এই সেগমেন্টে আপনাকে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে,যেটা সম্পুর্ণ বিনামূল্যে। তারপর সঠিক সময়ে এক্সাম হবে। এক্সামের বিষয়বস্তু হবে আমাদের টেক্সটাইলের সিলেবাস ভিত্তিক।

রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেইলে আপনার রোল নাম্বার যাবে । পরীক্ষার তারিখ কনটেস্ট এর শেষ ১০ দিনের একদিন হবে । আপনার ইমেইল/মোবাইল নাম্বার/ ফেসবুক গ্রুপে জানিয়ে দেওয়া হবে ।

প্রাইজ পুল:

১ম প্রাইজ: ১হাজার টাকা

২য় প্রাইজ: ৫০০টাকা

৩য় প্রাইজ: ২০০

২।কনটেন্ট রাইটিং : tag (#texbot2content)

এর বিষয়বস্তু সম্পুর্ণ সিলেবাস ভিত্তিক। এই সেগমেন্ট এর ৪টা সাব-সেগমেন্ট থাকবে। সাব-সেগমেন্ট গুলো হচ্ছে

ক.এপারেল (ট্যাগ #texbot2apparel)

খ.ইয়ার্ন (ট্যাগ #texbot2yarn)

গ.ওয়েট প্রসেস (ট্যাগ #texbot2wet)

ঘ.ফেব্রিক (ট্যাগ #texbot2fabric)

(কনটেন্ট অবশ্যই ইউনিক এবং নিজের লেখা হতে হবে)

প্রাইজ পুল:

১।১ম -১হাজার টাকা

২।২য়-৫০০টাকা

৩।৩য় -২০০ টাকা

৩।ডিজাইন:

আমাদের মধ্যে অনেকেই আছে,যারা ডিজাইনে ভীষণ পারদর্শী।আবার অনেকের ইচ্ছাশক্তিই তার ডিজাইনকে আরো সুন্দর করে তোলে। এই সেগমেন্টে আপনাকে ডিজাইন করতে হবে টেক্সটাইল সিলেবাসের কোন টপিকের উপর,যেখানে চিত্রের মাধ্যমে সহজেই পুরা বিষয় টা উপস্থাপিত হবে।

কম্পিটিশন কোড #texbot2design

প্রাইজ

[textile_calculator]

১।১ম প্রাইজ : ৫০০টাকা

২।২য় প্রাইজ: ৩০০টাকা

৩।৩য় প্রাইজ: ২০০টাকা

একজন প্রতিযোগী একাধিক পোস্ট করতে পারবে এবং সব সেগমেন্টেই অংশগ্রহণ করতে পারবে।

#প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার কন্ডিশন:

১। সবথেকে ভালো কন্টেন্ট যেটা হবে সেখানে থাকবে মোট মার্কের ৬০%

২। রিয়েক্ট & কমেন্টের উপর থাকবে ৪০%

এখানেই কম্পিটিশন শেষ না!

সবথেকে ভালো কমেন্ট কারী এবং ৪র্থ -৭ম পর্যন্ত যারা আছেন তারা পাবেন দেশের সবথেকে ভালো কোর্সগুলোর প্রিমিয়াম রিসোর্স।

এই গ্রুপে কন্টেস্ট এর সকল কার্যক্রম পরিচালিত হবে

[my_image_resizer]

https://www.facebook.com/groups/708409100971966/?ref=share

Texbot Competition Season -2(closed)
Ends per Inch:
Warp Ne:
Picks per Inch:
Weft Ne:
Warp Crimp (%):
Weft Crimp (%):

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
Change